নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভুয়া বা জাল সনদ নিয়ে ইতালিতে গিয়ে ধরা পড়ার প্রেক্ষিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা ইউরোপীয় ইউনিয়নকে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। ইউরোপীয় স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার স্তেলা কিরিয়াকিদিস এবং জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানকে লেখা এক চিঠিতে তিনি করানোভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় ইউনিয়ন এবং শেঞ্জেন অঞ্চলের বাইরের দেশ থেকে আগতদের জন্য কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিতে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বৃহৎ পরিসরে সমন্বয়ের তাগিদ দেন।
‘গত দুই সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে, অনেক সময় তা ঘটছে তৃতীয় কোন দেশ থেকে আসা মানুষের মাধ্যমে। (ভাগ্য ভালো) ঢাকা থেকে আসা একটি চার্টার ফ্লাইটের ২৭৪ জন যাত্রীর মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। অন্য ১৬০ জনের রিপোর্ট এখনো হাতে আসেনি’, চিঠিতে রবার্তো স্পেরাঞ্জা উল্লেখ করেন।
এদিকে জুনের ১ তারিখের পর যারা বাংলাদেশ থেকে ইতালি প্রবেশ করেছেন অথবা যারা বাংলাদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছেন, এমন মানুষদের অবশ্যই করোনাভাইরাস এর টেস্ট করতে নির্দেশ দিয়েছে লাজ্জিওর আঞ্চলিক সরকার।
সূত্রঃ ইতালির বার্তা সংস্থা আনসা