ফ্রান্সসহ তিন দেশের বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
ইউরোপের তিন দেশ- ফ্রান্স, জার্মানি ও ইতালির বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে ওই কমিটি গুলোর আওতাধীন প্রাদেশিক কমিটিগুলোও বাতিল করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তা বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত তিন কমিটি এবং এর আওতাধীন প্রাদেশিক কমিটির সাংগঠনিক কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়ারেও হুঁশিয়ারি
প্রদান করা হয়।