নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে আজ মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবিসহ আরও অনেকেই।
ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে করে ভবনের জানালার গ্লাসগুলো ভেঙে পড়তে দেখা গেছে।
বেশ কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বঙ্গবাজারের উল্টোপাশে হাঁটা দূরত্বে ফায়ার সার্ভিসের অফিস হলেও আগুন নিয়ন্ত্রণের কাজে শুরুতে গড়িমসি করেছে তারা। সঠিকভাবে কাজ শুরু করলে এত ভয়াবহ অবস্থা হতো না বলে দাবি তাদের।
এদিকে ইট-পাটকেল নিক্ষেপকারীদের প্রতিহত করে পুলিশ সদস্যরা। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়া হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ধাওয়া দিলে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ বলছে, বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফায়ার সার্ভিস ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ভবনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।