নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার রাজধানীর প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রান্সে বসবাসরত রাজুর শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
সাংবাদিক লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় কেক কাটা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জন্মদিনে শুভেচ্ছা জানান – কেন্দ্রীয় আওয়ামী কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধুরী নাসির, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম , ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন, ফিল্ম মেকার প্রকাশ রায়, উপপ্রচার সম্পাদক মনসুর আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এস কে কামাল সিকদার, কামাল পাশা, শাওন আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ।
সাংবাদিক নেতাদের মধ্যে শুভেচ্ছা জানান ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, মাসুদ আহমেদ, চৌধুরী মারুফ অমিত।
উপস্থিত অতিথিরা আবু জাফর রাজুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য আবু জাফর রাজু সাবেক এমপি ও একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের পুত্র।
তিনি গেল কয়েক বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন অনুদানে এলাকার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।