নিউজ ডেস্ক: মা হলেন নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিট এর এক হাসপাতালে নুসরাত এক পুত্রসন্তানের জন্ম দেন। মা এবং শিশু ভালো আছেন। নুসরাতের পুত্রের জন্মের সময় হাসপাতালে ছিলেন তার প্রেমিক এবং সন্তানের পিতা বলে খ্যাত অভিনেতা যশ দাসগুপ্ত। কার্যত যশই বুধবার গভীর রাতে নুসরাতকে কালো কাঁচ ঢাকা গাড়িতে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে নুসরাত যান যশ এর বাড়িতে। সেখানে গিয়ে যশ এর মায়ের আশীর্বাদ নেন। হাসপাতালে আলোকচিত্রীদের ভিড় ছিল।
পিছনের দরজা দিয়ে নুসরাতকে নিয়ে হাসপাতালে ঢুকে যান যশ। নুসরাত এখনও জানাননি তার সন্তানের পিতা কে? তবে এই ব্যাক্তি যে যশ দাসগুপ্ত তা বুঝতে অসুবিধা নেই মানুষের।