1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

পুত্রবধূ সম্পর্কে যা বললেন ওমর সানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ওমার সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন বিয়ে করেছেন। কনের নাম সাদিয়া রহমান আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন।

তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

১৯৯৫ সালের ৪ মার্চ। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানী। এক মেয়ে ও এক ছেলের সুখের সংসার তাদের। এবার সেই সংসারে যোগ হয়েছেন আরো এক সদস্য। কেননা তাদের ছেলে ফারদিন বিয়ে করেছেন। তাদের সংসারে এলো ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ।

পুত্রের বিয়ে পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। রাতে ছেলে ও ছেলের স্ত্রীর ছবির সঙ্গে নিজের বক্তব্য সম্বলিত একটি ভিডিও শেয়ার দেন ওমর সানী। ওমর সানী ওই ভিডিও বার্তায় বলেন,’স্বাধীনতার ৫০ পূর্তি হলো ২৬ শে মার্চ। আমার অনেক ইচ্ছে ছিল এই দিনটিতে আমার ছেলের বিয়ে দেব। আল্লাহ তায়ালা আমার সেই ইচ্ছে পূর্ণ করেছেন।’

পুত্রবধূ সম্পর্কে ওমর সানী খুব ইতিবাচক মনোভাব দেখালেন। বল্কলেন, ‘একটা ভালো মনের অধিকারীনি আমার ঘরের বৌ নিয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দয়া করবেন। আমি গর্বিত যে আল্লাহ আমার পরিবারকে একটি ইতিহাসের সাক্ষি হবার তৌফিক দান করেছেন।’

সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্ট। স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। পরে তিনি ছবিও শেয়ার করেছেন ২৬ মার্চ।

এর আগে ছেলে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানী নিজেই। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys