নিউজ ডেস্ক: ইতালিতে শিশু পর্নোগ্রাফির বিপুল ছবি-ভিডিওসহ এক সংগীতশিল্পীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স ৪৯ বছর। তিনি ইতালির উপকূলীয় শহর অ্যানকোনার অধিবাসী। তার কাছ থেকে শিশু পর্নোগ্রাফির ১০ লাখের বেশি ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। তিনি প্রায় ২০ বছর ধরে এসব পর্নোগ্রাফি সংগ্রহ করছিলেন বলে পুলিশ জানায়।
ইতালির পুলিশের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিভিন্ন হার্ড ডিস্ক, অপটিক্যাল মিডিয়া ও একটি স্মার্টফোনের মধ্যে পর্নোগ্রাফির এই ফাইলগুলো রেখেছিলেন।
পর্নোগ্রাফির ছবি-ভিডিওর ধরন ও ভুক্তভোগী শিশুদের বয়স অনুসারে ফাইল বাছাই করে সেগুলো ভিন্ন ভিন্ন ফোল্ডারে বিভক্ত করে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, এই সংগীতশিল্পী শিশুদের গান শিখিয়ে ছিলেন। তবে তিনি সেই শিশুদের যৌন নিপীড়ন করেছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য–প্রমাণ পাওয়া যায়নি।