মহামারি পিছু ছাড়ছে না আমাদের। ভালো সময়ের প্রতিক্ষায় দিন কাটছে সবার। করোনার ২য় ঢেউয়ের মধ্য এসেছে পবিত্র রমজান মাস। এ মাসের অছিলায় আল্লাহ যে পৃথিবী থেকে করোনা নামক মহামারি দূর করে দেয়।
রমজান মাস যাকাত আদায় করা সবচেয়ে ভালো। এ মাসে দান-সদকা করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। করোনা মহামারির কারণে সমাজের অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। ফলে এই সময় যাকাত দিলে অসহায়রা বেশি উপকৃত হবেন।