1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

নারী প্রার্থী নিয়ে ডেমোক্র্যাটদের বিতর্ক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: আগামী ৩রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন শুরু হচ্ছে। এখনো পর্যন্ত শুধু জনমত সমীক্ষায় প্রার্থীদের প্রতি সমর্থন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল। তাতে দেখা যাচ্ছে, স্যান্ডার্সের তুলনায় ওয়ারেন এখনো পিছিয়ে। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পিট বুটিজিজের সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। খবর ডয়চেভেলের

ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সপ্তম বিতর্কে লিঙ্গবৈষম্যের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এখনো কোনো প্রার্থী বাকিদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রে চলতি বছর নভেম্বর মাসেই প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার দলের ছয় জন প্রার্থীর মধ্যে সপ্তম টেলিভিশন বিতর্কের পরেও তা স্পষ্ট হলো না। বরং ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মনোভাবের বদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যেই তীব্র সংঘাত প্রকাশ্যে আসলো।

বিতর্কে এলিজাবেথ ওয়ারেন ও বার্নি সান্ডার্সের মধ্যে সংঘাত সবচেয়ে বেশি নজর কেড়েছে। স্যান্ডার্স নাকি ২০১৮ সালে একান্ত সাক্ষাতে ওয়ারেনকে বলেছিলেন, যে ২০২০ সালে কোনো নারী হোয়াইট হাউজ জয় করতে পারবেন না। স্যান্ডার্স এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

ওয়ারেন বিষয়টিকে নীতিগত প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো নারী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে পারেন কিনা, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেবার সময় এসে গেছে। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, মঞ্চে উপস্থিত পুরুষ প্রার্থীরা সম্মিলিতভাবে ১০টি নির্বাচনে হেরে গেছেন। অন্যদিকে নারী প্রার্থী হিসেবে তিনি নিজে ও মার্কিন সিনেটর এমি ক্লোবুখার প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys