1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা

থাপ্পড়ে শাকিবের দাঁত ফেলে দিতে চাইলেন ঝন্টু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর এ কারণে বিপাকে পড়েছেন ‘গলুই’ সিনেমার নির্মাতা এস এ হক অলিক। কারণ শাকিব সিনেমাটির শুটিং শেষ করলেও, বাকি ছিল ডাবিংয়ের কাজ। প্রযোজক খোরশেদ আলম খসরু চেয়েছিলেন, এটি চলতি মাসেই মুক্তি দিতে। কিন্তু সুপারস্টার শাকিব একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গত মাসে হঠাৎই উড়াল দেন আমেরিকায়। তিনি এখনো দেশে না ফেরায় বিপাকে পড়েছেন অন্য নির্মাতারাও। কারণ তার হাতে থাকা বেশ কিছু সিনেমার কাজ এখন অনিশ্চয়তার মধ্যে। শাকিবের এই দীর্ঘ সফর নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।

গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমেরিকার একটি শোতে অংশ নিয়ে তার দ্রুত দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেখানে থাকার জন্য তাকে কেউ না কেউ অনুপ্রাণিত করেছে। তাই সে দেশে ফিরতে সময় নিচ্ছে। আমাদের সিনেমা চলতি মাসেই মুক্তি দিতে চেয়েছিলাম। তাই বাধ্য হয়ে তার অংশের ডাবিং নিতে আমেরিকাতেই নির্মাতাকে পাঠাতে হয়েছে। এই খরচটা আমাদের জন্য বাড়তি।’

বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথা বলেছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুও। তার ভাষ্য, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয়। তারা নিজেকে অনেক বেশি কিছু মনে করেন। কাজ ফেলে ও (শাকিব খান) বিদেশ যাবে কেন, ও বললেই হবে?’

ক্ষোভ নিয়ে বর্ষীয়ান এই নির্মাতা বলেন, ‘ও (শাকিব খান) কাজ আটকে রেখে অন্য অনুষ্ঠানে অংশ নিতে দেশের বাইরে ঘুরতে যায়, কাউকে কিছু না বলেই। কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত!ওকে এফডিসিতে ঢোকার আগে ঘেরাও করে পেটানো উচিত! প্রোডাকশন বয়দের দিয়ে।’

শাকিব খানের ভয়েস নিতে চলতি মাসের ১০ তারিখ যুক্তরাষ্ট্রে ছুটে যান গলুই সিনেমার পরিচালক অলিক। আর ১১ তারিখ থেকে সেখানকার একটি স্টুডিওতে এর কাজ শুরু হয়।

সেসময় নির্মাতা অলিক বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। নভেম্বরের শেষ দিকে শাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি না ফেরায় আমাকেই আসতে হলো আমেরিকায়। যদি এ সপ্তাহে ডাবিং শেষ করতে পারি, তাহলে আগামী সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দেব। ছাড়পত্র পেলে যত দ্রুত সম্ভব মুক্তি দেব।’

গলুই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এতে পূজাকে দেখা যাবে মালা চরিত্রে আর শাকিব অভিনয় করেছেন লালুর ভূমিকায়। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, সৌম চৌধুরী, আলী রাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys