1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি, সম্পাদক কবির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি পদে মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল কবির নির্বাচিত হয়েছে।

সভাপতি পদের মেহেদি হাসান কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও সাধারণ সম্পাদক পদের সাজ্জাদুল কবির আবরার বাংলানিউজ২৪ ডট কমের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।

রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন।

৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিক আব্দুল্লাহ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঈসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মামুন তুষার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাজহারুল ইসলাম রবিন নির্বাচিত হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys