নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছেন ৬৩৬ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। তাদের মধ্যে ঢাকা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭ জনের।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।
ঢাকা বিভাগের বিভিন্ন সিটি ও জেলা শহর মিলিয়ে ৯ হাজার ১৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ এবং ঢাকা বিভাগের সবগুলো জেলা মিলে ২৩.৭৯ শতাংশ ব্যক্তি রয়েছেন।
এছাড়া ঢাকা শহরের পর দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় সর্বাধিক সংখ্যক করোনা শনাক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান তিনি।