আমাদেরকথা প্রতিবেদক: ফ্রান্সে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গার্দু নর্দে আগামীতে ঈদ জামাত আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে গঠিত ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি পুরিয়া আমিরশাহি এই এলাকা পরিদর্শনকালে গার্দু নর্দের ব্যবসায়ীরা তার কাছে এই প্রস্তাব করেন।
তবে শুধু ঈদ জামাতই নয়; বাংলা নববর্ষসহ অন্যান্য উৎসবও এই এলাকায় আয়োজন ও রাস্তায় র্যালি‘র প্রস্তাব করা হয়। এ সময় সংসদ সদস্য তাদের প্রস্তাবের প্রেক্ষিতে বলেন, ‘অন্যান্য কমিউনিটি যেমন শ্রীলঙ্কানরা যদি তাদের বিভিন্ন উৎসবে রাস্তায় র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তবে বাংলাদেশিরা কেন পারবে না? তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।’
পরিদর্শন কালে ব্যবসায়ীদের সাথে নিয়ে তিনি পায়ে হেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান ও তাদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধাররা সংসদ সদস্যকে তাদের প্রতিষ্ঠানে দেশীয় ব্র্যান্ডের যে পণ্য রয়েছে তার পরিচিতি তুলে ধরেন, বিশেষকরে মসলা ও কাঁচা তাজা শাকসবজির।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও শাহ গ্রুপের বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কেও তাকে অবগত করা হয়। মূলত এই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারী সুহাইল ইবনে সোহেলের আমন্ত্রনেই সংসদ সদস্য এই এলাকা পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে ব্যবসায়ী নেতাদের মধ্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), গার্দু নর্দের বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের গোড়াপত্তন’র অন্যতম টিএম রেজা তার সাথে ছিলেন ।
উল্লেখ্য, পাশের রেল স্টেশন গার্দূ নর্দ‘র নামানুসারে রুই দ্য ফবরুক সেইন দেনিস রোড ও আশেপাশের রোডে অবস্থিত দোকানপাটসহ এই এলাকা এখন ‘গার্দু নর্দ’ নামেই এখানকার বাংলাদেশিদের কাছে বেশি পরিচিত।