নিউজ ডেস্ক: সায়েন্স ফিকশন পড়েছেন? বিজ্ঞানের নানা অসম্ভব দিক নিয়ে যেখানে মনগড়া কাহিনি লেখা হয়৷ এ বার তেমনই এক দাবি করেছেন এক ব্যক্তি৷ তিনি নিজেকে টাইম ট্রাভেলার বলে দাবি করেছেন৷
সায়েন্স ফিকশন পড়েছেন? বিজ্ঞানের নানা অসম্ভব দিক নিয়ে যেখানে মনগড়া কাহিনি লেখা হয়৷ এ বার তেমনই এক দাবি করেছেন এক ব্যক্তি৷ তিনি নিজেকে টাইম ট্রাভেলার বলে দাবি করেছেন৷
এনো অ্যালরিক নাম এক রহস্যজনক ব্যক্তি দাবি করেছেন, তিনি ট্রাইম ট্রাভেলার৷ এবং তিনি ভবিষ্যতের কথা বলতে পারেন৷ তিনিই দাবি করেছেন মারাত্মক আগ্নেয়গিরির কথা৷ একেবারে সন, তারিখ উল্লেখ করে তিনি বলেছেন, হাজার হাজার মানুষ এতে মারা পড়বে৷
এনো অ্যালরিক নাম এক রহস্যজনক ব্যক্তি দাবি করেছেন, তিনি ট্রাইম ট্রাভেলার৷ এবং তিনি ভবিষ্যতের কথা বলতে পারেন৷ তিনিই দাবি করেছেন মারাত্মক আগ্নেয়গিরির কথা৷ একেবারে সন, তারিখ উল্লেখ করে তিনি বলেছেন, হাজার হাজার মানুষ এতে মারা পড়বে৷
এই ভবিষ্যবক্তার টিকটকে মোট ২৬ হাজার ফলোয়ার রয়েছে৷ তিনি মাঝে মাঝেই এমন সব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিজের মত প্রকাশ করেন৷ তিনি দাবি করেছেন, তিনি ২৬৭১ সাল থেকে বর্তমান পৃথিবীতে এসেছেন৷ সেই কারণেই তিনি ভবিষ্যতের কথা বলতে পারছেন৷
এই ভবিষ্যবক্তার টিকটকে মোট ২৬ হাজার ফলোয়ার রয়েছে৷ তিনি মাঝে মাঝেই এমন সব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিজের মত প্রকাশ করেন৷ তিনি দাবি করেছেন, তিনি ২৬৭১ সাল থেকে বর্তমান পৃথিবীতে এসেছেন৷ সেই কারণেই তিনি ভবিষ্যতের কথা বলতে পারছেন৷
সেই তিনিই দাবি করেছেন, কী ভাবে এক মহা-আগ্নেয়গিরির প্রভাবে পৃথিবীর নিমেষে হাজার-হাজার মানুষ নিশ্চিন্হ হয়ে যেতে চলেছে৷ এবং উল্লেখযোগ্য ভাবে তিনি বলেছেন, এই ঘটনা যে ঘটবে তিনি জানেন, এমনকী তারিখও জানেন৷
সেই তিনিই দাবি করেছেন, কী ভাবে এক মহা-আগ্নেয়গিরির প্রভাবে পৃথিবীর নিমেষে হাজার-হাজার মানুষ নিশ্চিন্হ হয়ে যেতে চলেছে৷ এবং উল্লেখযোগ্য ভাবে তিনি বলেছেন, এই ঘটনা যে ঘটবে তিনি জানেন, এমনকী তারিখও জানেন৷
আগামী ১৮ জুলাই পৃথিবীতে এক ভয়ানক আগ্নেয়গিরির সূত্রপাত হতে পারে বলে তিনি জানিয়েছেন৷ ২০২৩ সালের এই দিনটির ঘটনায় হাজার-হাজার মানুষের মৃত্যু হতে পারেও জানিয়েছেন তিনি৷ টিকটকে আপলোড করেছেন এই ভিডিও৷
আগামী ১৮ জুলাই পৃথিবীতে এক ভয়ানক আগ্নেয়গিরির সূত্রপাত হতে পারে বলে তিনি জানিয়েছেন৷ ২০২৩ সালের এই দিনটির ঘটনায় হাজার-হাজার মানুষের মৃত্যু হতে পারেও জানিয়েছেন তিনি৷ টিকটকে আপলোড করেছেন এই ভিডিও৷
সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, পশ্চিম মার্কিন প্রদেশে এই ঘটনা ঘটবে৷ এর ফলে আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায়, কোথাও গিয়ে প্রাণে বাঁচার উপায় থাকবে না৷ এর ফলে ধ্বংসলীলা চলতে পৃথিবীর এক প্রান্তে৷
সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, পশ্চিম মার্কিন প্রদেশে এই ঘটনা ঘটবে৷ এর ফলে আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায়, কোথাও গিয়ে প্রাণে বাঁচার উপায় থাকবে না৷ এর ফলে ধ্বংসলীলা চলতে পৃথিবীর এক প্রান্তে৷