1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

কর্মশালা হলো বিএফডিএস ইন্টার্ণ চিকিৎসকের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

নিউজ ডেস্ক: দেশের অন্যতম সেরা ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স ২৮ মে বাংলাদেশ ডেন্টাল কলেজের ইন্টার্ণ চিকিৎসকদের উপস্থিতিতে দিনব্যাপী চিকিৎসা প্রদাণ সহায়ক ওয়ার্কশপের আয়োজন করে। ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্থ্য অধিতপ্তরের ডেন্টাল শিক্ষা বিষয়ক পরিচালক ডা: মোশারফ হোসেন খন্দকার, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা ও সংগঠনের আহ্বায়ক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

ডা: নাছিমা খান ও ডা: সাজেদুল অসিফের উপস্হাপনায় সংগঠনের সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ তাদের বিগত সফল একাধিক কার্যকর কর্মকান্ড তুলে ধরেন, আর ভবিষ্যতে ধারাবাহিক ভাবে দেশের সব ডেন্টাল কলেজে এমন আয়োজন চলমান রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন।

 

 

সাইন্টিফিক সেশনে একুশে পদক প্রাপ্ত বারডেম হাসপাতালের ডেন্টাল চিকিৎসক অধ্যাপক অরূপ রতন চৌধূরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ডেন্টাল ইউনিট প্রধান ডা: মো: মুমিনুল হক, শহীদ সোহরোয়ার্দী ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা.নিতীশ কৃষ্ণ দাস ও বাংলাদেশ ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক শামীম আল মামুন ।

ডা: সামসুজ্জামান বাবু, ডা: কামরুন নাহার, ডা: সাইফুল ইসলাম, ডা: হারুন উর রশীদ, ডা; সাইফুল্লাহ সারোয়ার, ডা: আতাউল্লাহ, ডা: সালসাবিল অর্ণব, ডা: মাহমুদুর নবীন, ডা: জেবু সহ দেড় শতাধিক ডেন্টাল চিকিৎসকের উপস্হিতিতে এ আয়োজন ইন্টার্ণ চিকিৎসকদের প্রফেশনাল কাজে ভিন্ন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে এফ ফার্মাসিটিকালস্ লি:, পাওয়ার্ড বাই ইটোরিক্স।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys