নিজস্ব প্রতিবেদক: আজ বিশেষ একটি দিন। জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদেরকথার প্রকাশকের আজ জন্মদিন। আমাদেরকথার প্রকাশক ‘ফাতেমা খাতুন’ প্রবাসী এই অনলাইন মাধ্যমটিকে বিচক্ষনতার সাথে পরিচালনা করছেন অনেক বছর ধরে। সময়উপযোগী খবর পরিবেশনের মাধ্যমে তিনি দক্ষতার সঙ্গে আমাদেরকথার টিম গড়ে তুলেছেন।
জন্মদিনে তিনি দেশবাশি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি প্রবাসে থাকলেও রমজান, ঈদ পার্বনে অসহায়ের পাশে দাঁড়ান। সম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামে সীতাকুন্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোক প্রকাশ করেছেন।