1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা ফ্রান্সে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে কানাডা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিম আহমেদকে সংবর্ধনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফ্রান্সে

অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।

গত ৬ জুলাই রোববার ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশি কমিউনিটি মসজিদ (CCM IDF ) Stains পরিচালিত মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নাফিন বিন হারুনের শুরুলিত কন্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ জালাল আহমেদ, মাদ্রাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান।

এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান, সিনিয়র শিক্ষক শেখ মারওয়ান। পরে আগত অতিথিরা এ বছরে প্রতি ক্লাসে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী এবং ক্লাসে উপস্থিতি ও নৈতিকতা সমন্বয় করে মোট ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ইসলামি কালচারাল অনুষ্ঠান হয় যা আগত অতিথিদের বারতি আনন্দ দেয়। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক অতিথি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাংখী উপস্থিত ছিলেন। পরিশেষে হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys