নিউজ ডেস্ক: বাবা হারালেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। অভিনেত্রীর বাবা কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম বুধবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অপি করিমের ঘনিষ্ঠজন চিত্রনাট্যকার ও সঞ্চালক রুম্মান রশিদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও অপি করিমের বাবার ডায়াবেটিস ফল করে। রক্তে সুগার কমে গিয়েছিল। বুধবার দিবাগত রাতে নিজ বাসাতেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি জানান, সৈয়দ আবদুল করিমের ইচ্ছানুযায়ী আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।