আমাদের কথা#
বাংলাদেশের মরমী বাউল গানের সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউল উৎসব।
আগামী ১২ জানুয়ারি রোববার প্যারিসের পন্থা গির্জা র হলে এ বাউল উৎসব অনুষ্ঠিত হবে।
শেকড়ের সন্ধানে নামক সংগঠনের আয়োজনে এ বাউল উৎসব নিয়ে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বইচে এখন আনন্দের ঢেউ।
শেকড়ের সন্ধানে সংগঠনের আহবায়ক সাংবাদিক জামিল আহমেদ সাহেদ বলেন ,প্রথমবারের মতো এই উৎসব নিয়ে এখন প্রবাসী বাংলাদেশীরা উচ্ছ্বসিত আশা করছি বাউল গানের টানে বিপুল প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তা উপভোগ করবেন।