নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বড়দিনের সূচনা প্রাক্বালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক পারিবারিক চার্চে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ সেখানে উপস্থিত হন তারা।
প্রেসিডেন্ট ট্রাম্পকে চার্চের জাজক জিমি স্ক্রগিন্স ও তার পরিবারের লোকজন অভ্যর্থনা জানায়। এসময় জিমি স্ক্রগিন্স যীশুর জন্মের মাহাত্য তুলে ধরেন। তবে অনুষ্ঠানে উপস্থিতকালে ন্যান্সি পেলোসির জন্য প্রার্থনা করেছেন কিনা ট্রাম্পকে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক।
তবে এমন প্রশ্ন এড়িয়ে ট্রাম্প বলেছেন, আমরা একটি চমৎকার বছর পেতে যাচ্ছি।
পরবর্তীতে ট্রাম্প তার প্রাইভেট ক্লাবে ফিরে এক ভিডিও বার্তায় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সবাইকে একটি চমৎকার বড়দিনের শুভেচ্ছা। টাইম, নিউ ইয়র্ক পোস্ট।