1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ০৮:২৬ অপরাহ্ন

জর্জিয়ায় শিশুদের সড়ক পারাপারে সাহায্য করছে কুকুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: সড়কে ট্রাফিক আইন প্রয়োগ, পথযাত্রীদের নিরাপদে সড়ক পারাপার করে ট্রাফিক পুলিশ। এবার ট্রাফিকের পুলিশের একটি কাজ করে প্রশংসা কুড়িয়েছে জর্জিয়ার একটি কুকুর। স্কুলের শিশুদের নিয়মিত সড়ক পারাপার করে দিতে নিজেই দায়িত্ব নিয়েছে কুকুরটি। যার বিরল দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে জানা গেছে, নার্সারি পড়ুয়া শিশুদের সড়ক পার করে দেয়া কুকুরটির নাম খুরসা। খুরসা প্রতিদিন এই দায়িত্ব পালন করে থাকে। শিশুরা এলেই সড়কে গাড়ি থামিয়ে দেয়। কোনো গাড়ি সংকেত অমান্য করলে ঘেউ ঘেউ করে উঠে। তার এমন আচরণ স্থানীয়সহ সবার নজর কেড়েছে। একটি কুকুর কতটুকু দায়িত্বজ্ঞান থাকলে শিশুদের জীবনের মূল্য বুঝে।

স্থানীয়রা জানান, খুরসাকে মহৎ কাজ করতে কেউ শেখায়নি। নিজের ইচ্ছায় নার্সারির বাচ্চাদের দেখে সড়কে নেমে পড়ে সে। শিশুরাও তাকে দেখে তাকিয়ে ইশারা করে। তাতেই বোধহয় ও খুব আনন্দ পায়।

খুরসার কোনো নির্দিষ্ট আশ্রয় নেই। সড়কেই আশ্রয় তার। ভালোবেসে খাবার পেলে তা ভক্ষণ করে। আর সড়কেই বিচরণ করে দিন কাটে তার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Ka Kha IT