নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিও দেখে চার প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
ওই চার বাংলাদেশির বিরুদ্ধে ‘অশ্লীল নাচ’ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছে।
বুধবার (২ মার্চ) দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চেয়েছে।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চার বাংলাদেশিকে কুয়েতি দিনার ছিটিয়ে ‘অশ্লীল নৃত্য’ করতে দেখা যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
ওই চার প্রবাসী বাংলাদেশির নাম-ঠিকানা কুয়েতের বাংলাদেশ দূতাবাসে জানানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করা হয়েছে।