নিউজ ডেস্ক: আমাদের কথা অনলাইন পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন (মরিয়ম) ও ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম) ভাইয়ের বিবাহ বার্ষিকী এবং ‘আমাদের কথার’ সম্পাদক লুৎফুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠান করা হয়েছে। প্রকাশক ফাতেমা খাতুনের উদ্যগে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
‘আমাদের কথার’ সম্পাদক লুৎফুর রহমান বাবু তাদের জন্য শুভকামনা জানান এবং বলেন তাদের জীবন যেন আরো সুন্দর ও সুখময় হয় এই দোয়া রইল।
প্রকাশক ফাতেমা খাতুনের রেষ্টুরেনট পিকলা ইতালিতে এই আয়োজনটি করা হয়। এবং সম্পাদকের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার খুশিও এই আয়োজনে যোগ হয়। অনুষ্ঠানে অন্যরকম মাত্রা এনে দেয় কিছু মানুষের উপস্থিতি। আনন্দের মাত্রা এনে দিতে উপস্থিত হন আয়েবার প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ এবং তার সহধর্মীনী।