নিউজ ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় একটি হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে সাতজন নিহত হয়েছে।
বিতলিসপ্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ওই নৌকায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন।
ইরান সীমান্তের কাছে এ লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলাটির অবস্থান। বৃহস্পতিবার নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনেক অভিবাসনপ্রত্যাশীই এখন ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করছে।
নৌকা ডুবে ঘটনাস্থলেই পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়, হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন মারা যান আরও দুজন।
নিহতদের পরিচয় জানা যায়নি। নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিতলিসের গভর্নরের কার্যালয় জানিয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে।