নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনও (ক্র্যাব) সাংবাদিকদের দিয়ে রহস্য অনুসন্ধানে পৃথক কমিটি করেছে। পুলিশের পাশাপাশি ক্রাইম রিপোর্টারদের এই কমিটি কাজ করবে।
গতকাল সোমবার ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সাংবাদিকদের দিয়ে কমিটি গঠন করা হয়। ক্র্যাব নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু জানান, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নান্নুর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, ক্র্যাবের সহ-সভাপতি মোরছালীন বাবলা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল আহসান সিপু, ক্রাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, নিউ এইজের সিনিয়র রিপোর্টার মুক্তাদির রশীদ রোমিও এবং সমকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান।