 
																
								
                                    
									
                                 
							
							 
                    -ইয়ারা যোহারীন
আমার শহর ঢাকা
বুড়িগঙ্গার ওপাড়ে দালান কোঠায় ঠাসা
৪০০ বছর ছাড়িয়ে ঢাকা
অলিগলিতে মসজিদের
আজানে মুখরিত থাকা ;
রিকশার টুংটাং বেল
শাহী খাবারের মেলা
গুলিস্তান থেকে গুলশান
যানজটে ছিল অতিষ্ট প্রান!
এ শহরেই জন্ম আমার, আনন্দে বেড়ে উঠা
মনে পড়ে শাহবাগে বড় মিশুক দেখে ভয় পাওয়া
শিশুপার্কের প্লেনে চড়ে বিদেশ যাওয়া খেলা
সুন্দর শান্ত পাবলিক লাইব্রেরী
বইয়ের পাতায় পাতায় ভাললাগা
চারুকলায় ছিল আঁকা পৃথিবীর গল্পগাথা
শিল্পকলা বেইলী রোডের নাটকের জলসা!
কালের পরিবর্তনে বদলে গেল ঢাকা
এতটুকু জায়গা নেই , দম ফেলার সুযোগ নেই
ফ্ল্যাট কালচারে হলাম আবেগ হারা
শান্তি খুঁজি নর্থ এন্ডের ক্যাফেতে
কফির চুমুকে মিষ্টি চাহনীতে
শপিং মলের ফুড কোর্টে
বন্ধুরদের সাথে আড্ডায় মেতে উঠা
বিলিয়ার্ডের এইট বলটা হয়নি কতদিন দেখা!
আহ্! আমার ঢাকা
থেমে গেছে জীবন গতির চাকা
থমকে গেছে চির যুবা আমার শহরটা
বিশ্ববিদ্যালয় এখন জারুল কৃষ্ণচূড়ায় ঘেরা
কেউ খবরও রাখে না
টি এস সির কলির দোকানের চায়ের চুমুক
কিংবা কবিতা আবৃত্তিতে নেই আমরা
শালিক চড়াই কাকের সরবতা
ধূয়া দূষনে মানবতার অভাবে
অস্হির ছিল যারা
ঘরকোনো জীবন থেকে খুব মিস করছে
সবাই প্রানবন্ত ঢাকা
এ শহরে আজো আছে সৌন্দর্য্য
জীবনের সাফল্য ভালবাসার ছড়া
ঘর থেকে কাঁদছি মোরা
যে শহরের প্রান ছিলাম আমরা
করেছি কত ঘৃনা ;
এখন যেন জানতে পারলাম
ধানমন্ডি থেকে উত্তরার পথটাকে ভালবাসতাম
দিনে দিনে বাড়ছে অপেক্ষার জ্বালা
অভিসারে কবে যাবো বনানী ১১নং রোডে,
লং ড্রাইভের ৩০০ ফিট কি আবার জেগে উঠবে?
কবে আসবে ফিরে প্রান শহর জুড়ে
বাড়ী ফিরে ঘরে শুকাবে
কর্পোরেট শ্রমিকের পারফিউম মাখা ঘাম
ছায়ানট মুখরিত হবে বয়োজৈষ্ঠ্যের গলার স্বরে
শহরবাসীর জীবনের গান!
স্মৃতিতে আমার প্রানের ঢাকা
চোখ বন্ধ করে দূর থেকে অনুভব করি তোমায়
সত্যি বলছি ছিল অজানা
ভালবাসি তোমায় আমার শহর ঢাকা !!