বাসস
যশোরে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এ পরিস্থিতিতে যশোর সদর এবং অভয়নগর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১ জুলাই থেকে ৯ জুলাই এই ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রিতম চক্রবর্তী বলেন, বর্তমানে হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ২ জন। রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাই প্রয়োজনে হাসপাতালের ‘রেডজোন’ ব্যবহার করা হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েই চলছে। সেজন্য সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।