1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান জন্ম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে সামনের রাস্তায়ই সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়। এখন মেডিকেল কর্তৃপক্ষ অবশ্য মা ও শিশুটিকে ভর্তি করে নিয়ে নিবিড় পরিচর্যা করছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালে সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাউনিয়ার পার্শ্ববর্তী উপজেলা পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের সাগর মিয়ার স্ত্রী রিতু আক্তার (২০) শুক্রবার গর্ভাবস্থায় কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কিন্তু মেডিকেলের কর্তব্যরত নার্স এসময় তাদের বলেন, এই রোগীর ডেলিভারি এখানে হবে না রংপুর নিয়ে যেতে হবে।

বাধ্য হয়ে তারা রোগীকে রংপুর নিয়ে যেতে অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। কিন্তু তখনই তার প্রসব ব্যথা ওঠে এবং মেডিকেল চত্ত্বরের রাস্তায় তার বাচ্চা প্রসব হয়ে যায়। তিনি একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দেন।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ তাদের ভর্তি করে নেন। বর্তমানে মা-সন্তানের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কাউনিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন জানান, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নিয়েছেন। তাদের মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও বাচ্চা এখন ভাল আছে। এখানে কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys