আমাদেরকথা২৪ডেস্ক: দেখতে দেখতে তিন বছর পাড়ি দিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করলাম । পথটা খুব একটা মসৃণ ছিল না । নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিমুহূর্ত যেতে হচ্ছে। তবে আমরা আমাদের স্লোগান থেকে একটু পিছুপা হয়নি ,আপনাদের কথাগুলো বলতে গিয়ে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।
এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে সত্য বলা ও ন্যায় সঙ্গত কথা বলা। সত্য আর ন্যায় বলতে গিয়ে বিরাগভাজন হতে হয়েছে অনেক দলের প্রতিষ্ঠান ও ব্যক্তির। তারপরও আমরা আপনাদের কথাই বলে যাচ্ছি।
এই চতুর্থ বর্ষ পদার্পণের প্রাক্কালে বলতে চাই- যত বাধাই আসুক আমরা প্রতিনিয়ত বলে যাবো আপনাদের কথা ’আমাদের কথায়।’
আপনাদের কথাই হোক আমাদের কথা ।
মোঃ লুৎফুর রহমান বাবু
প্রধান সম্পাদক