ইয়ারা যোহারীন
আজ নতুনের আহবানে
সাড়া দিলাম ঘরে থেকে
হয়নি আজ মঙ্গল শোভাযাত্রা
লোকালয়ে মিলেনি মেলা
খোঁপায় পরিনি বেলীফুল
তবুও ভালবাসতে হয়নি ভুল।
বহুদিনের গ্লানি জরা মুছে
নতুন সাজে সাজবে ধরা
সে ধরনীর বুকে বেঁচে থাকার
জাগে আশা।
মঙ্গল দীপ জে¦লে তাই
নতুন দিনের স্বপ্ন বুঁনে যাই
ঘর ই আমার মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডা
কারো কাছে সাধের বারামখানা
ঘর ই স্বর্গ, খুলেছি মানবতার জানালা;
অন্তরে এঁকেছি আগামীর আল্পনা!
হারিনি যুদ্ধে হয়নি পিছপা দেখে কালো থাবা
ঘরে ঘরে গড়েছি দূর্গ বাজছে দামামা
য্দ্ধু চলছে পঞ্চইন্দ্রিয়ের সাথে
বিবেক করছে হাহাকার !!
রৌদ্রপ্রকৃতির আধিপত্যে বাজছে ঝংকার
তান্ডবলীলায় মহাকাল ঢোল বাজায়
তালের ইশারায় নৃত্যে মাতে মন সুখ প্রার্থনায়
নতুন শিশু নতুন ধরায় জীবনের গান গায়
পরিশুদ্ধ পৃথিবী এবার একসাথে গলা মেলায়
এসো হে বৈশাখ! এসো এসো !!……