1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

টিকা নিতে গিয়ে পাসপোর্টসহ সর্বস্ব হারালেন প্রবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: দৌলতদিয়া ফেরিঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন চৌগাছার আলমগীর হোসেন (৪৫) নামে এক প্রবাসী শ্রমিক। তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি কুয়েত থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

আলমগীরের স্ত্রী জানান, তাঁর স্বামী সম্প্রতি ছুটিতে দেশে আসেন। কুয়েতে ফিরতে হলে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক হওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিতে ঢাকায় যান। টিকা নেওয়া শেষে রোববার (২২ আগস্ট) বিকেলে একটি পরিবহনে করে চৌগাছায় ফিরছিলেন। দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে অজ্ঞান পার্টির কবলে পড়েন। তাঁর স্বামীকে অজ্ঞান করে পাসপোর্টসহ নগদ অর্থ লুটে নেওয়া হয়। অজ্ঞান পার্টির কবলে পড়ে পাসপোর্ট খোয়া যাওয়ায় কুয়েতে ফিরতে তিনি এখন সমস্যায় পড়তে পারেন।

জানা গেছে, আলমগীরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় শ্রমিকেরা গোয়ালন্দ মোড় থেকে উদ্ধার করে অজ্ঞাতপরিচয় হিসেবে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে স্থানান্তর করে চৌগাছা হাসপাতালে ভর্তি করানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys