নিউজ ডেস্ক: করোনাভাইরাসের লক্ষণ থাকায় বিদেশ থেকে আসা আরও ৩ জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ৩ বাংলাদেশিদের মধ্যে দুজন এসেছেন ইতালি থেকে, অন্যজন এসেছেন সিঙ্গাপুর থেকে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ইতালি থেকে আসা ২ জনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর। তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ‘এছাড়া সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।’ এর আগে রোবাবর দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন কোনো রোগী পাওয়া যায়নি। প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ৩৮৩০ জনে দাঁড়িয়েছে। সেই সাথে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।