1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

ইউরোপীয়ান-বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ইউরোপীয়ান-বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাব্রত পালনের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে মাসব্যাপী এ উৎসব শুরু হয়েছে

গত রবিবার প্যারিসের অদূরে লা করনভে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ দানোৎসব এ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

করোনা মহামারীর কারনে বিভিন্ন বিধি নিষেধের মধ্যে দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ নানা আয়োজন ছিল।

বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই এইবার কঠিন চীবর দানোৎসবের মূল প্রার্থনা।

ইউরোপীয়ান-বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এই পূণ্যানুষ্ঠানে জীতু বড়ুয়ার সন্চালনায় এতে সভাপতিত্ব করেন আমেরিকার ক্যালোফোর্নিয়া লংবিচ সম্বোধি বিহারের অধ্যক্ষ ড. লোকানন্দ মহাথের।

এতে ধর্ম দেশনা করেন ইউরোপীয়ান-বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টারের অধ্যক্ষ শ্রীমৎ- চন্দ্রজোতি ভিক্ষু। এ দানানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শীবলু বড়ুয়া, চীবর দান উদযাপন পরিষদের আহবায়ক রাজেশ বড়ুয়া, বিহার কমিটির সভাপতি প্রমথ বড়ুয়া, পিনু বড়ুয়া, অন্জন বড়ুয়া, কাকন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, অপু বড়ুয়া ও পীযুষ বড়ুয়া।

পূণ্যময় এ অনুষ্ঠানে বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের বৌদ্ধ ভিক্ষু যারা কালগত হয়েছেন তাদের উদ্দেশ্য পূর্ণ্যদান করে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বিশ্বের সকল মানুষের শান্তি ও করোনা মহামারী থেকে মুক্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

সবশেষে শুভ মুৎসুদ্দী ও পিয়াল বড়ুয়ার সন্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys