নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় গভীর সমুদ্র ও উপকুলীয় এলাকায় তিন স্তরের উদ্ধার ও ত্রাণ সহায়তায় প্রস্তুত নৌবাহিনীর ২৫ টি জাহাজ। নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নিতে নৌবাহিনীর ২ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও ২ টি হেলিকপ্টার ব্যবহার হচ্ছে।
অপরদিকে,ঘূর্ণিঝড় আম্পানের জন্য উপকূলীয় ঝুকিপূর্ণ এলাকাসমূহ থেকে লোকজনকে বিভিন্ন সাইক্লোন শেল্টার স্টেশানে নেয়া শুরু করেছে কোস্টগার্ড। ইতোমধ্যেই কোস্টগার্ড সদস্যরা ভোলার বিভিন্ন উপকূলীয় দ্বীপসমূহ ও সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টার স্টেশনে আনছে এবং তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের সচেতন করে চলছে।
কোস্ট গার্ড দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে জেলে ও মানুষকে সাইক্লোন সেন্টার নেয়ার জন্য ব্যবস্থা ও তাদেরকে সহায়তা করার জন্য বিভিন্ন প্রকার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।