1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন করবে ইউনেস্কোঃ নির্বাহী পর্ষদের সিদ্ধান্ত কুলাউড়ায় ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকার পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার কুলাউড়ায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন কুলাউড়ায় কুলাউড়া উপজেলা নির্বাচন ৮ মে ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সের গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ফ্রান্সের বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বিচারকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানিয়া আক্তার (২৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার বেলা সাড়ে এগারটায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা জজ আদালতের নাজির মো.আবুল কালাম আজাদ সানিয়া আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সানিয়া আক্তার এবং তার স্বামী একই আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। এরপর সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ।

ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম জাহান জানান, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক সানিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানেই তার চিকিৎসা চলছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার শ্বশুর বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে।

সানিয়ার স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান জানান, আজ বিকেলে সানিয়া আক্তারের মরদেহ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে লাশ আমার বরিশালের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার মুলাদি উপজেলার টুংচর গ্রামে সানিয়ার লাশ দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys