1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

হিরো আলমকে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন ডিবির হারুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচিত ইউটিউবার হিরো আলম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তার এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে মানহানির মামলার জন্য আদালতে যাওয়ার পরমর্শ দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ রোববার দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। পরে দুপুর আড়াইটার দিকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘কেউ যখন বিপদে পড়ে বা কোনো সমস্যায় প্রতিত হয়, তখনই আমাদের কাছে আসে। হিরো আলম এর আগেও কয়েকবার আমাদের এখানে আসছে, সমস্যায় পড়ে আসছে। তার মোবাইল হ্যাক হয়ে গেছিল, তার মোবাইল চুরি হয়ে গেছিল। আরেকবার আসছিল ঢাকা-১৭ আসনের নির্বাচন করার সময়। তার ওপর কিছু লোক হামলা করেছিল। আমরা তার সকল আসামি গ্রেপ্তার করেছি।’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘আজকে ১২টার সময় সে যেটা নিয়ে আসলেন, সেটা হলো—সে আমাদের সাইবার ইউনিট নর্থ ডিভিশনে আসলেন। এসে সে অভিযোগ করলেন, তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী; উনি নাকি তাকে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদন গ্রহণ করেছেন। আবেদন গ্রহণ করে আমার কাছে নিয়ে এসেছেন। আমি যেটা দেখলাম, তাকে যে কথাগুলো বলছে, তা মানহানিকর বিষয়। সেই (হিরো আলম) বলছে, “আমাকে মানহানি করেছে।” আমাদের ডিবিতে মানহানির কোনো মামলা হয় না। মানহানির মামলা হয় কোর্টে। এ কারণে আমরা হিরো আলমকে রিকোয়েস্ট করেছি যে, এটা তো থানাতে বা ডিবিতে মামলা করা যাবে না। যেহেতু আপনাকে বিক্রিত, রুচিহীন, পাগল বলেছে, আমার মনে হচ্ছে, আপনি কোর্টে যেতে পারেন। সে আমাদের কাছে যে আবেদন করেছে, আমরা আবেদনটি রেখেছি এবং হিরো আলমকে বলেছি, সিএমএম কোর্টে চলে যান। সেখানে একজন আইনজীবীর সাহায্য নেন। আর মানহানির যদি মামলা করতে চান, তাহলে সেখানে মামলা করতে পারেন।’

প্রাথমিক পর্যায়ে আপনার কাছে কী মনে হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে ডিবির হারুন বলেন, ‘গতকাল থেকে আমরা ইউটিউবে দেখছি, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, যেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। যেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সে আলোকেই তিনি আমাদের সাইবার ইউনিটে আসছিল। যেহেতু তার নামে অপপ্রচার হয়েছে, বলছেন তাই তাকে কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys