নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সোমবার ভোরে গ্রেফতার হন দেশটির নেত্রী অং সান সু চি। এনিয়ে বিশ্বনেতারা নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে সু চিকে মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন।
ইতিমধ্যে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে অভ্যুত্থান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে জো বাইডেন প্রশাসন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনও মিয়ানমারে আটক নেতাদের মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে সংগঠিত হওয়া সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। তিনি সু চিসহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে আহ্বান জানান।
একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেলও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন।
এছাড়া জাতিসংঘ প্রধান, হিউম্যান রাইটস ওয়াচ নিন্দা জানিয়ে সু চিসহ অন্যান্য নেতাদের মুক্তি দাবি করেছেন।