নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ও স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন শনিবার সাংবাদিকদের সাথে এক বক্তব্যে বলেন আমরা স্বাস্থ্যগত যে যুদ্ধের মধ্যে রয়েছি তা এখন মাত্র শুরু হলো আগামীতে আরো কঠিন সময়ের মুখোমুখি হতে হবে আমাদের সেজন্য সবাইকে সতর্ক ও তৈরিও থাকতে হবে।
তারা আরো বলেন, আমরা খুব স্পষ্ট করেই বলতে চাই গেল মার্চ থেকে আগামী এপ্রিল আমাদের জন্য আরও কঠিন সময় নিয়ে আসছে ।
এ সময় তারা ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যগত যে যুদ্ধ করোনা ভাইরাস এর বিরুদ্ধে চালিয়ে যাওয়া হচ্ছে তা হয়তো আগামী আরো কয়েক সপ্তাহ, কিংবা কয়েক মাস চালিয়ে যেতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে যেখানে ৪০ মিলিয়ন মাস্কের প্রয়োজন সেখানে ফ্রান্স 8 মিলিয়ন মাস্ক উতপাদন করতে সক্ষম।
এসময় তারা এক বিলিয়ন মাস্ক অর্ডার করা হয়েছে বলেও জানান।
আরেকটি বিষয় জানিয়ে রাখি ২৩০০০ মাস্ক একটি ভ্যান থেকে উদ্ধার করা হয়েছে এবং এজন্য প্যারিসের এক জনকে অভিযুক্ত ও করা হয়েছে ।
এদিকে ইলদো ফ্রান্সে নাবিকো পাস বা ট্রান্সপোর্ট কার্ডের এক বছর কিংবা মাসিক তারা পরিশোধ করেছিলেন তাদের টাকা এপ্রিলে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।