-ইয়ারা যোহারীন
নিজেকে পরিশোধন করো নিজ কল্যানে
উন্মুক্ত করো মন প্রস্তুত হও গ্রহনে
নিদ্রায় যাও ইবাদতের সাথে
জাগো সেহরীর জন্য;
তাহাজ্জুদ, ফযর শেষে হৃদয়াঙ্গম করো ঐশীবানীকে
যতক্ষন না সূর্যরশ্মি তোমার ঘরে পৌঁছে!
ধ্যান করো খুঁজো নিজেকে
মনোসংযোগ কর্মে মুখর থাকো সারাদিন
অন্যের ক্ষতি না করে
খেয়াল রেখো যোহর,আসর বাদ না পরে
মাগরিবের সাথে সাথে ইফতার করো স্বল্প পরিমানে
আশেপাশের মানুষকে রেখো না অনাহারে;
মাগরিব থেকে এশা এবাদতের সাথে
সময় দাও আপনজনকে
তারাবীহ্তে করো সেজদা পরিত্রানের লক্ষ্যে
দু হাত তুলে মোনাজাত করলে পাবে না শান্তি
ব্যাথা দিয়ে তার সৃষ্টির প্রতি
সদয় হও পরিবেশ প্রতিবেশের ;
লোভ, হিংসা,ক্ষোভ,ইর্ষার প্রতিযোগিতা থেকে
রাখো আত্মাকে দূরে
যে খরচটুকু বেঁচে গেল রমযানে
দান করো দুস্হকে তবে কেউ যেন না জানে
সময় নেই সময় নেই বলে ধোঁকা দিও না সাহায্যপ্রার্থীকে
সুন্দর ব্যবহারে কর্মের পথ দেখাও তাকে
আল্লাহ সময় দিয়েছে তোমায় মানব কল্যানে
নত হও , সংযত করো নিজেকে
হও শুদ্ধ থেকে শুদ্ধতর আল্লাহকে ভয় করে
নিজ গৃহে ইবাদতে হও মশগুল
সংযমে সংযুক্ত হও মুমিনের দলে