নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ার ২০ শিক্ষাপ্রতিষ্ঠান পেয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন রাজু।
তিনি জানান, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ কুলাউড়ার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬টিতে একাডেমিক ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, প্রিয় কুলাউড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, বঙ্গবন্ধুকন্যা, মাদার অব এডুকেশন, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের স্কুল-কলেজ ও মাদ্রাসায় ৬টি একাডেমিক ভবন ও মেরামত ও সংস্কারের জন্য ১২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
প্রকল্পগুলো হলো-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (ভবন নির্মাণ/ সম্প্রসারণ)
১. উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় (শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৫০ লাখ টাকা)
২. মহতেছিন আলী উচ্চ বিদ্যালয় (শ্রেণিকক্ষ সম্প্রসারণ, ২ কোটি টাকা)
৩. টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় (শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৫০ লাখ টাকা)
৪. কর্মধা উচ্চ বিদ্যালয় (শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৫০ লাখ টাকা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মেরামত ও সংস্কার)
১. নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
২. ইয়াকুব তাজুর মহিলা কলেজ (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৩. সাধনপুর উচ্চ বিদ্যালয় (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৪. হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৫. মহেতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৬. মনু মডেল কলেজ (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৭. রাজনগর উচ্চ বিদ্যালয় (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৮. শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৯. রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (ভবন নির্মাণ/সম্প্রসারণ)
১. দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা (শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৫০ লাখ টাকা)
২. হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা (শ্রেণিকক্ষ নির্মাণ, ১ কোটি ৫০ লাখ টাকা)
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (মেরামত ও সংস্কার)
১. শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
২. গৌড়করণ নুরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৩. গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৪. বাংলাটিলা দাখিল মাদ্রাসা (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
৫. গণকিয়া দাখিল মাদ্রাসা (মেরামত ও সংস্কার, ২০ লাখ টাকা)
মোহাম্মদ আবু জাফর রাজুর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে দায়িত্বে আছেন।
আবু জাফর রাজু একজন কর্মকর্তা হয়েও কুলাউড়া উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি গত ৩-৪ বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এ ছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছেন। এসব উন্নয়নে ইতোমধ্যে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তাকে উন্নয়নের বরপুত্র হিসেবে আখ্যায়িত করেছেন উপজেলার জনসাধারণ।