নিউজ ডেস্ক: ফ্রান্স আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান (লিটন) স্মরণে প্যারিসের বাংলাদেশি অবারভিলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামীলীগ ছাড়াও এতে নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহসভাপতি আকরাম খান,জাকির হোসেন ভূঁইয়া, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, সুনাম উদ্দিন খালিক, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, আলী হোসেন, প্রচার সম্পাদক আমিন খান হাজারীসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন।
এসময় লিটনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।