নিউজ ডেস্ক: বছরের প্রথম মাসে জার্মানিতে বেকারের সংখ্যা এক লাখ ৯৩ হাজার বেড়ে ২৯ লাখ এক হাজারে দাঁড়িয়েছে। তথ্যটি জানিয়েছে, জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সি।
জার্মানিতে শতবর্ষী নারীকে দিয়ে টিকাদান শুরু
বেকারত্বের হার, শূণ্য দশমিক চার শতাংশ বেড়ে ছয় দশমিক তিন শতাংশ হয়েছে এমাসে। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারিতে বেকারত্বের হার কিছুটা কম বলেও জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বর এবং ২০২০ সালের জানুয়ারি মধ্যে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৯৮ হাজার। তখন জার্মানিতে প্রথমবারের মতো করোনা মহামারি রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রভাব লক্ষ্য করা যায়।
তবে তুলনামূলকভাবে ২০২০ সালের প্রথম মাসের চেয়ে ২০২১ সালের প্রথম মাসে বেকারের সংখ্যা বেশি। ২০২০ সালের জানুয়ারির চেয়ে ২০২১ সালের জানুয়ারি মাসে বেকারে সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার বেশি, জানিয়েছে সংস্থাটি।
মহামারি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণই এ মাসে শ্রমবাজার স্থিতিশীল থাকার কারণ বলে জানান, জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সির (বিএ) প্রধান ডেটলেফ শেলে।