নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দিনকে দিন। যত দিন যাচ্ছে মৃত্যুর মিছিল বাড়ছে। রাস্তাঘাট সুনশান। কোনাে কোলাহল নেই চারপাশে। ইউরোপের বারান্দাগুলো আজ নির্জন। প্রকৃতি জীবন-মৃত্যুর অন্ধকার অমানিশায় ফেলে দিল আমাদের। বড় বড় বিজ্ঞান, বিজ্ঞান গবেষক দল সবাই দিশেহারা। ছোট ভাইরাস কোন দল, ধর্ম-বর্ণ, নেতা, শ্রমিক মানছে না।
সেই দেশের মানুষের কথাও ভাবছি। এখানে না হয় আমি একা। আমার হলে আমি একা যা করার করবো কিন্তু দেশে আমার আপনজনেরা আছে! বিধাতা তুমি রক্ষা করো।
ইতালির ভয়াবহ পরিস্থিতির হিসাবটা ২৪ ঘণ্টায় অকল্পনিয়। আজ মৃত ৭৯৩। একদিনে ৭ চিকিত্সক মারা গিয়েছেন করোনায়। রোজেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি বেগতিক হওয়ায়, সেনার হাতে ছেড়ে দেওয়া হয়েছে করোনা নিয়ন্ত্রণের দায়িত্ব। আক্রান্ত এলাকাগুলিতে লকডাউন করছে সেনা। মোট মারা গিয়েছেন ৪ হাজার ৮২৫ জন, আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন