নিউজ ডেস্ক: করোনা সংকটের কারণে ফ্লাইট না থাকায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন অনেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশী। তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট আজ ২৪ জুন (বুধবার) প্যারিসে পৌঁছানোর কথা।
ইতিমধ্যে ফ্লাইটটি সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় প্যারিসের শাররদু গ্যেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে স্বাগত জানাতে রাষ্ট্রদূত, আয়েবা মহাসচিব ও ফ্রান্স আওয়ামীলীগ নেতারা থাকছেন
ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা), ফ্রান্স আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সমন্বয়ে এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য এর আগেও আরেকটি বিশেষ ফ্লাইটে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের একটি অংশ এসেছিল।