পেশা নির্বাচনের সময় চোখ কান খোলা রাখা উচিত। মানবিক, সেবামূলক পেশায় ঢুকে নিজেকে বিক্রি করা অনেক মানুষ আছে বিশ্বের আনাচে কানাচে। ধরা পড়লে অপরাধের ফ্লাশে টিভি ক্যামেরায় জ্বল জ্বল করে আর না পড়লে সাধু।
বলছি ক’দিন আগে ধরা খাওয়া মানব সেবায় নিয়োজিত সাবরিনার কথা। কত বড় বড় বুলি আউড়িয়েছেন। ডাক্তারের চেয়ারে বসে অসহায় মানুষের জীবন কিনেছেন মিথ্যা আশ্বাস দিয়ে।
যেখানে মানুষ পাগলপ্রায় কোভিটের টিকা আবিষ্কারে সেখানে সে মৃত্যুপথযাত্রীদের নমুনা ফেলেছন ড্রেনে। ভাবা যায় কত বড় পশু হতে পারে একজন চিকিৎসক। অপরাধ করেও এদের অনুতাপ নেই। সেটা স্পষ্ট বোঝা যায় সাহেদ যখন কাঠগড়ায় দাঁড়িয়ে উল্টো পুলিশকে হুমকি দেয়। দিনের পর দিন মিথ্যার মঞ্চ সাজিয়ে।
কিছু ছবি তার নাটকের প্লাটফর্মগুলোকে আরও চাঙ্গা করেছে। সেও তো চিকিৎসকদের কিনেছে অনৈতিক মহড়া তৈরি করে। চিকিৎসকরাও বিক্রি করেছে তাদের নৈতিকতা, সম্মান, বিশ্বাস। তাই নিজের কাছে পরিষ্কার হয়েই পেশা নির্বাচন করুন।