1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরের বৌভাত স্থগিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিবাহোত্তর সংবর্ধনার দিন ঠিক হয়েছিল ৪ এপ্রিল। কিন্তু করোনার কারণে স্থগিত করতে হয়েছে সেই অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ তথ্য জানিয়েছেন জাকির।

জাকিরের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘প্রিয় শুভাকাঙ্ক্ষী,

আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আগামী ৪ এপ্রিল আমার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনারা অনেকেই নিমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু বর্তমানে সারা বিশ্বের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমিতে করোনা নামক ভাইরাসের আতঙ্কে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর ফলে সর্বস্তরের মানুষ অতি উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছে। মূলত ভাইরাসটি সংক্রমিত হয় মানুষের সংস্পর্শে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যথাসম্ভব গণজমায়েত ও ভিড় এড়িয়ে চলা। তা ছাড়া দেশের এ রকম একটি পরিস্থিতিতে আমি এ রকম অনুষ্ঠান করতে পারি না। তাই আগামী ৪ এপ্রিলের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সবাই সচেতনতা অবলম্বন করুন।

জনসমাগমস্থল এড়িয়ে চলুন।

বারবার হাত ধুবেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন।

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে উৎসাহী করুন।

সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

গত ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে নববধূ ও পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জাকির হোসেন। এরপর তার বিয়ের বিষয়টি ফাঁস হয়ে যায়।

জাকিরের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সামিয়া জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির দারার মেয়ে। ওই ইউনিয়নের কামিনীগঞ্জ গ্রামে তার বাড়ি। জাকিরের গ্রামের বাড়ি জুড়ীর পূর্ব গোয়ালবাড়িতে।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সুমাইয়া আক্তার সামিয়াকে জীবনসঙ্গী করেন জাকির।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys