নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকা আসার পথে সীমানা পাড়ি দেয়ার সময় মোজাম্বিক পুলিশের হাতে আটক হয়েছেন ২০ বাংলাদেশি নাগরিক।
রাতে পুলিশের হাতে আটক হয়ে থানা হেফাজতে থাকলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে তাদের খাবার দিচ্ছেনা পুলিশ।
করোনাভাইরাস আতঙ্কের কারণে পুলিশ তাদের আটক করলেও তাদের ধারে কাছে যাচ্ছেনা কেউ।
এজন্য বাংলাদেশি নাগরিকরা খাদ্য সংকটে রয়েছেন। মোজাম্বিক থেকে একজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, করোনাভাইরাস আতঙ্কের কারণে পুলিশ তাদের খাবার দিতে আসছেনা।
বাংলাদেশি একজন দালালের মাধ্যমে তারা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে দিল্লি হয়ে দুবাই থেকে কেনিয়ার নাইরোবি হয়ে মোজাম্বিক আসেন কয়েকদিন আগে।
বুধবার রাতে একজন পাকিস্তানী দালালের মাধ্যমে সীমানা পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবেশের সময় পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে থানা হেফাজতে রয়েছেন তারা। পুলিশ জানিয়েছেন আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।