বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ৬ মাসে ঠেকেছে। কত পরিবারের মূল স্তম্ব হারিয়ে গেছে। আবার কত মানুষ সেই আশঙ্কার দ্বারপ্রান্তে। উন্নত বিশ্বের অধিকাংশ দেশ করোনা মোকাবেলায় হাঁপিয়ে উঠলেও তারা পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। তবে নিজের দেশের কথা আমাকে বারবার ভাবায় এবং কাঁদায়।
প্রতিদিনের শিরোনামগুলো আঁতকে ওঠা খবরে ঠাসা। এরমধ্য রাজধানী ছেড়েছে প্রায় ৫০ হাজার পরিবার। কারণ কাজ নেই। সংসার চালাবার সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে। লিখিত-অলিখিতভাবে প্রতিষ্ঠানগুলো তালা ঝুলাচ্ছে। আগে সীমিত পরিসরের কথা চললেও এখন শব্দের শিরোনাম অনির্দিষ্টকালের। তাই সন্তানের পড়ালেখার রাজধানীর সিলেবাস বন্ধ করে গ্রামে ডালভাতের জোগাড়ই শ্রেয়।
যারা কাজ হারাচ্ছেন তাদের জন্য সরকার তথা রাষ্ট্রের অবদান অনস্বিকার্য। নিয়মনীতির একটা পর্যায় তৈরি করে মধ্যবিত্তদের জন্য ভাবার সময় এখন। কারণ সাধারণ জনগনের বিপদে আলোরবার্তা বয়ে আনার সেই দায়িত্ব যেন রাষ্ট্র তথা সরকারের।