নিউজ ডেস্ক: ইসলামই একমাত্র শান্তির পথপ্রদর্শক আর যুগে যুগে মানুষকে শান্তির পথে পরিচালিত করেছে এই ধর্ম
ফ্রান্সের প্যারিসে মসজিদের জমি ক্রয় ও নির্মাণের লক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এ অভিমত তুলে ধরেন
ফ্রান্স বাংলা কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে ও ফাহিম বদরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী স্কলার ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আজহারী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ইসলামী চেতনার জাগ্রতবোধ করতে হবে এবং যাতে তারা পথভ্রষ্ট হয়ে জঙ্গিবাদ কিংবা ভ্রান্ত পথে ধাবিত না হয় সেদিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
ইসলামিক এ অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য ,প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত ক্যাথসীমার পাশে বৃহৎ একটি মসজিদ নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে চুক্তিনামা স্বাক্ষর করা হয়েছে।