নিউজ ডেস্ক: ইতালিতে কুড়িয়ে পাওয়া কয়েকটি ক্রেডিট কার্ড, ২৫০ ইউরো (বাংলায় প্রায় ২৫ হাজার টাকা) ফেরত দিলেন বাংলাদেশি যুবক শাওন। তার এই সততার দৃষ্টান্ত ভাইরাল হলে ইতালিজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি।
গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে আপিয়া নামক একটি তেলের পাম্পের কাছে নগদ অর্থ ও কার্ডসহ মানিব্যাগটি শাওন কুড়িয়ে পেয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন।
জানা যায়, খবর পেয়ে হারিয়ে যাওয়া মানিব্যাগের মালিক ইতালি নাগরিক এসে নগদ অর্থ ও ক্রেডিট কার্ড বুঝে নেন। পরে তিনি শাওনকে পুরস্কার হিসেবে কিছু দিতে চাইলে তিনি তাৎক্ষণিক নাকচ করে দেন।
এতে মানিব্যাগের মালিক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, ২২ বছর বয়সী শাওন ইতালিতে থাকার আশ্রয় চেয়েছেন স্থায়ীভাবে। তার দেশের বাড়ি মাদারীপুর। তার এই সততার দৃষ্টান্ত ভাইরাল হলে ইতালিজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। খবর: যুগান্তর